পশ্চিমবঙ্গে চালু হল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’- (Amader Para Amader Samadhan) প্রকল্প আপনার পাড়ার ছোটখাটো সমস্যা, যেমন পানীয় জলের অভাব, রাস্তার গর্ত, কিংবা পুকুরপাড় ভাঙা – এসব সমাধান এবার পাবেন আপনার বাড়ির কাছেই। রাজ্য সরকার এবার প্রত্যেক বুথে একেকটি ছোট সরকারি সেন্টার তৈরি করবে, যেখান থেকে সরাসরি সমস্যার কথা জানানো যাবে। এই নতুন উদ্যোগের নামই “আমাদের পাড়া আমাদের সমাধান”। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এলাকার মানুষ যাতে আর সমস্যার কথা নিয়ে এদিক ওদিক না ছোটেন, সেজন্যেই এই পরিকল্পনা। একেবারে পাড়ার মধ্যেই সরকারি অফিসার আসবেন, আপনার কথা শুনবেন এবং সেই অনুযায়ী কাজ করবেন।
আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের মূল উদ্দেশ্য
১। প্রতিটা পাড়ায় একটা করে ছোট সরকারি বুথ তৈরি হবে, যেন আপনাকে আর দূরে যেতে না হয়।
২। পাড়ার ছোট ছোট সমস্যাগুলো, যেমন লাইট খারাপ, রাস্তা ভাঙা, জল নেই—এসব দ্রুত ঠিক করে দেওয়া হবে।
৩। স্থানীয় ছেলেমেয়েরা কাজের সুযোগ পাবে, ফলে বেকারত্ব কিছুটা হলেও কমবে।
৪। সরকার আর সাধারণ মানুষের মধ্যে সরাসরি যোগাযোগ তৈরি হবে—মাঝে আর কেউ থাকবে না।
প্রকল্পে কত খরচ করছে সরকার
১। আমাদের পাড়া আমাদের সমাধান প্রতিটা বুথ তৈরি করতে খরচ পড়বে প্রায় ১০ লক্ষ টাকা করে।
২। গোটা রাজ্যে এমন ৮০,০০০-এরও বেশি বুথ তৈরি করা হবে।
৩। সব মিলিয়ে এই প্রকল্পে রাজ্য সরকারের খরচ হবে প্রায় ৮,০০০ কোটি টাকা।
Read More- PM Kisan 20th Installment দেওয়া শুরু হল ! স্ট্যাটাস চেক করুন

এই প্রকল্পে আপনি কী কী সুবিধা পাবেন
আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের মাধ্যমে আপনি নিজের পাড়ার মধ্যেই অনেক গুরুত্বপূর্ণ পরিষেবা পেয়ে যেতে পারেন যেমন-
১। আপনার পাড়ার ভাঙা রাস্তা মেরামত হবে।
২। আলো বা বিদ্যুতের খুঁটি বসানো বা সারানোর ব্যবস্থা হবে।
৩। পুকুরপাড় বা নিকাশি ব্যবস্থা খারাপ? সেগুলোও সংস্কার করা হবে।
৪। স্কুল বা অঙ্গনওয়াড়ির ছাদে জল পড়ছে? সেগুলোরও সংস্কার হবে।
৫। পাড়ায় যদি পানীয় জলের সমস্যা থাকে, তা তারাতারি ঠিক হবে।
৬। স্বাস্থ্য পরিষেবা নিয়ে অভিযোগ? সরাসরি অফিসারদের জানাতে পারবেন।
সরকারি প্রকল্পে সহায়তা
লক্ষ্মীর ভান্ডার, রেশন কার্ড কিংবা জমির কাগজপত্র (মিউটেশন) — সব কিছুতেই আবেদন বা সংশোধনের ব্যবস্থা থাকবে এই ক্যাম্পে।
কবে থেকে শুরু হচ্ছে এই প্রকল্প
আমাদের পাড়া আমাদের সমাধান এই নতুন উদ্যোগ ২ আগস্ট ২০২৫ থেকে গোটা রাজ্যে চালু হচ্ছে।
আপনার পাড়ার বুথেও একদিনের জন্য ক্যাম্প হবে, যেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সরকারি অফিসাররা উপস্থিত থাকবেন। আপনি এসে সরাসরি আপনার সমস্যার কথা জানাতে পারবেন। আগামী দু’মাসের মধ্যে রাজ্যের সব বুথে এই ক্যাম্পগুলো হয়ে যাবে বলে জানিয়েছে সরকার।
এক ঝলকে জেনে নিন ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্প
বিষয় | তথ্য |
প্রকল্পের নাম | আমাদের পাড়া আমাদের সমাধান |
শুরু হচ্ছে | ২ আগস্ট ২০২৫ থেকে |
মোট খরচ | প্রায় ৮,০০০ কোটি টাকা |
মোট বুথ | ৮০,০০০-এরও বেশি |
একেকটি বুথে খরচ | প্রায় ১০ লক্ষ টাকা করে |
সময় লাগবে | মাত্র ২ মাসে গোটা রাজ্যে ক্যাম্প সম্পূর্ণ হবে |
সচরাচর কিছু প্রশ্ন ও উত্তর (FAQ)
এই প্রকল্পটা কাদের জন্য?
এই প্রকল্প মূলত সব সাধারণ মানুষের জন্য। আপনি যদি পাড়ার কোনো সমস্যা নিয়ে ভোগেন, তবে এই প্রকল্প আপনারই জন্য।
কোথা থেকে সুবিধা পাব?
আপনার নিজ এলাকার বুথেই ছোট একটি সরকারি সেন্টার তৈরি হবে, সেখান থেকেই আপনি পরিষেবা পাবেন।
অভিযোগ জানাতে হলে কী করতে হবে?
খুব সহজ! ক্যাম্পে এসে অফিসারদের সামনে সরাসরি বললেই হবে। আর চাইলে অনলাইন পোর্টাল দিয়েও জানাতে পারবেন।
এখানে কি চাকরির সুযোগ আছে?
হ্যাঁ, স্থানীয় ছেলেমেয়েদের চাকরির একটা সুযোগ তৈরি হবে এই প্রকল্পের মাধ্যমে।