কৃষক বন্ধু প্রকল্পে রাজ্য দিল ২৯৩০ কোটি টাকা। এক কোটি ৯ লক্ষ কৃষক পাবে সরাসরি ব্যাঙ্কে সহায়তা। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা। খরিফ মরশুম শুরুর আগেই মুখ্যমন্ত্রী জানালেন বড় ঘোষণা। কৃষক বন্ধু (নতুন) প্রকল্পের আওতায় রাজ্যের ১ কোটি ৯ লক্ষ কৃষক ও বর্গাদারদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হচ্ছে ২৯৩০ কোটি টাকা।
Read More – কৃষক বন্ধু স্টেটাস চেক করার নিয়ম। Krishak Bandhu Status Check
কী বললেন মুখ্যমন্ত্রী
“কৃষক বন্ধু (নতুন) প্রকল্পে একর প্রতি ১০,০০০ টাকা দেওয়া হয় বছরে দুই কিস্তিতে। যাঁদের জমি কম, তাঁরাও ন্যূনতম ৪,০০০ টাকা সহায়তা পান। এবারও ১ কোটিরও বেশি কৃষক সহায়তা পাচ্ছেন।”
1.চলতি বছরের শেষে রবি মরশুমে আবার ২৯৩০ কোটি টাকা দেওয়া হবে।
2.প্রকল্প চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত কৃষকদের হাতে মোট ২৪,০৮৬ কোটি টাকা পৌঁছে দেওয়া হয়েছে।
3.১৮ থেকে ৬০ বছর বয়সি কৃষকের মৃত্যু হলে পরিবার পায় ২ লক্ষ টাকা।
4.এই খাতে প্রায় ১.৪৬ লক্ষ পরিবার পেয়েছে ২৯২০ কোটি টাকা।

কারা পাবেন এই সুবিধা
যেসব কৃষক বা বর্গাদারদের নাম কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত রয়েছে, তাঁরাই এই সুবিধা পাবেন।
1.রাজ্যের ১৮–৬০ বছর বয়সি কৃষক
2.বৈধ জমির কাগজ
3.ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও আধার লিঙ্ক থাকা বাধ্যতামূলক
গত একমাসে টানা বৃষ্টির কারণে পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও হুগলির বহু কৃষক ক্ষতিগ্রস্ত। এই অর্থসাহায্য তাঁরা অনেকেই ‘বাঁচার পথ’ বলে উল্লেখ করেছেন।
কৃষক বন্ধু প্রকল্প কী
এটি পশ্চিমবঙ্গ সরকারের একটি নগদ আর্থিক সহায়তা প্রকল্প, যা কৃষকদের বছরে দুই কিস্তিতে সহায়তা দেয়।
কীভাবে টাকা পাওয়া যায়
প্রকল্পে রেজিস্টার্ড কৃষকদের DBT (Direct Benefit Transfer) মাধ্যমে ব্যাঙ্কে টাকা পাঠানো হয়।
যদি কৃষকের মৃত্যু হয়
১৮-৬০ বছর বয়সি কৃষকের মৃত্যুর ক্ষেত্রে পরিবার পায় ₹২ লক্ষ টাকা।
আবেদন কীভাবে করবেন
স্থানীয় কৃষি দফতর বা কৃষক বন্ধু পোর্টালে গিয়ে আবেদন করা যায়।