রাজ্য সরকারি কর্মীদের দারুন সুখবর। নতুনভাবে (2023) ছুটির তালিকা প্রকাশ করল নবান্ন। এবছর(2022) সরকারি কর্মচারীরা টানা ১১ দিন পেয়েছিলেন পুজোয় । ২১ অক্টবর নবান্নের তরফে পরের বছরের অর্থাৎ ২০২৩ সালের সরকারি কর্মীদের ছুটির তালিকা ঘোষণা করা হল।
বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে?
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ন্যাশনাল ইনস্ট্রুমেন্ট আইনের ২৫ নম্বর ধারা মেনেই পরের বছরের ছুটির তালিকা ঘোষণা করা হয়েছে। রাজ্য সরকারের অধীনের সকল দপ্তরের কর্মীরা এই তালিকা অনুসারে ছুটি পাবেন। কেবলমাত্র কলকাতার কালেক্টর দপ্তর ও রেজিস্ট্রারের দপ্তরে এই ছুটির তালিকা অনুসারে ছুটি দেওয়া হবে না।
1 | ১২ জানুয়ারি বিবেকানন্দের জন্মদিন, |
2 | ২৩ জানুয়ারি নেতাজি জন্মজয়ন্তী |
3 | ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, |
4 | ২৬ জানুয়ারি সরস্বতী পুজো, |
5 | ৭ মার্চ দোলযাত্রা, |
6 | ৭ এপ্রিল গুড ফ্রাইডে, |
7 | ১৪ এপ্রিল অম্বেডকর জয়ন্তী, |
8 | ১৫ এপ্রিল নববর্ষ, |
9 | ২২ এপ্রিল ইদ-উল-ফিতর। |
10 | ১ মে মে দিবস, |
11 | ৫ মে বুদ্ধ পূর্ণিমা, |
12 | ৯ মে ছুটি, |
13 | ২৯ জুন বকরি ইদ, |
14 | ২৯ জুলাই মহরম, |
15 | ১৫ অগস্ট স্বাধীনতা দিবস, |
16 | ২ অক্টোবর গান্ধী জয়ন্তী, |
17 | জন্মাষ্টমী |
18 | ১৪ অক্টোবর মহালয়া, |
19 | দুর্গাপুজোর ছুটি থাকবে ২১, ২৩, ২৪ অক্টোবর। |
20 | ২৮ অক্টোবর লক্ষ্মীপুজো, |
21 | ১৫ নভেম্বর ভ্রাতৃদ্বিতীয়া, |
22 | ২৭ নভেম্বর গুরু নানকের জন্মদিবস, |
23 | ২৫ ডিসেম্বর ক্রিসমাস। |
24 | ১৪ ফেব্রুয়ারি ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিনে, |
25 | শিবরাত্রি, |
26 | ৮ মার্চ, ইদের দিন, |
27 | রথযাত্রা, |
28 | রাখী পূর্ণিমা, |
29 | ফতেয়া দোয়াজ দাহাম, |
30 | ১৩ জুলাই দার্জিলিং, কালিম্পং জেলায় কবি ভানু ভক্তের জন্মদিন উপলক্ষ্যে ছুটি | |
দুর্গাপুজোয় ১৮ অক্টোবর চতুর্থী থেকে ছুটি। ২৫ অক্টোবর, ২৬ অক্টোবর এবং ২৭ অক্টোবর,
১৩ নভেম্বর এবং ১৪ নভেম্বর কালীপুজোর অতিরিক্ত ছুটি।
১৫ নভেম্বর বীরসা মুণ্ডার জন্মদিন,
১৬ নভেম্বর ছুটি,
২০ নভেম্বর ছটপুজো উপলক্ষ্যে বাড়তি ছুটি।
উল্লেখ্য, কেবলমাত্র খ্রিস্টানরা ৮ এপ্রিল ইস্টার স্যাটারডে’র ছুটি পাবেন। আদিবাসীরা ৩০ জুন হুলদিবসের ছুটি পাবেন।