Search
Close this search box.

কানাড়া ব্যাঙ্কে কর্মখালি, আবেদনের জন্য জেনে নিন বিস্তারিত

কানাড়া ব্যাঙ্কের তরফে সম্প্রতি প্রকাশ করা হয়েছে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। গ্রুপ চিফ কমপ্লায়েন্স অফিসার (জিসিসিও) পদে নেওয়া হবে কর্মী। চুক্তির ভিত্তিতে এই পদে নিয়োগ করা হবে বলে সংস্থার ওয়েবসাইটে জানানো হয়েছে। আগ্রহী আবেদনকারীরা অনলাইনে এই শূন্যপদে আবেদন জানাতে পারবেন।

দেশজুড়ে ৯৭০০-রও বেশি শাখা ছড়িয়ে থাকা কানাড়া ব্যাঙ্কের তরফে চলতি মাসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবেদনের জন্য প্রার্থীর বয়স ৪৪ থেকে ৫৫ বছরের মধ্যে হওয়া দরকার। যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি, সংশ্লিষ্ট বিভাগে আগে অন্য কোথাও ন্যূনতম ১৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক। এরমধ্যে ন্যূনতম ৫ বছর অডিট, ফিন্যান্স, লিগ্যাল বা রিস্ক ম্যানেজমেন্ট বিভাগে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। যদি কোনও প্রার্থী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বা ফিন্যান্সে এমবিএ করে থাকেন তা হলে তাঁকে অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া:

ইচ্ছুক প্রার্থীকে প্রথমে কানাড়া ব্যাঙ্কের ওয়েবসাইটে যেতে হবে। এর পর ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ গেলে সেখান থেকেই সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী, অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ২৬ এপ্রিল থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। চলবে ১৭ মে পর্যন্ত। আবেদনপত্র জমা দেওয়ার পর তার প্রিন্ট আউট নিয়ে রাখা ভাল।

আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা সহ অন্যান্য তথ্যের ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। এরপর ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীকে নিয়োগ করা হবে।