Utsashree Portal আবার চালু: Mutual Transfer আবেদন এবং নতুন নিয়ম ২০২৫

By Avijit Jui

Published :

Follow
Utsashree Portal

উৎসশ্রী পোর্টালে (Utsashree Portal) আবার চালু হল মিউচুয়াল ট্রান্সফার আবেদন। জেনে নিন কীভাবে করবেন আবেদন ও কী লাগবে।রাজ্যের প্রাথমিক শিক্ষকদের জন্য এল ভালো খবর । পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের থাকে ২৩ জুলাই ২০২৫-এ এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, উৎসশ্রী পোর্টালে মিউচুয়াল ট্রান্সফারের আবেদন আবার চালু করা হয়েছে।বহুদিন বন্ধ থাকার পর, আবার আবেদনকারীরা তাঁদের আবেদনপত্র সংশোধন ও পুনরায় জমা দেওয়ার সুযোগ পাচ্ছেন। পর্ষদের তরফে জানানো হয়েছে, ডিপিএসসি-র চেয়ারম্যানদের উদ্দেশে একটি বিশেষ নির্দেশ পাঠানো হয়েছে। যেসব শিক্ষকের মিউচুয়াল ট্রান্সফারের আবেদন আগে প্রযুক্তিগত কারণে আটকে গিয়েছিল, সেগুলো আবার চালু (অ্যাক্টিভেট) করে দেওয়া হয়েছে।এখন শিক্ষকরা চাইলে তাদের পুরনো আবেদনগুলি সংশোধন করে নতুন করে জমা দিতে পারবেন।

Read More- WBBSE Madhyamik 2026 Routine Out Now – PDF Download লিঙ্ক

শিক্ষকদের কি করতে হবে (Step-by-step Guide)

যাঁরা উৎসশ্রী পোর্টালে মিউচুয়াল ট্রান্সফারের জন্য আবেদন করতে চান, তারা নিচের ধাপগুলো দেখুন
১। Confirmation Order আপলোড করুন
আপনার ডিপিএসসি থেকে পাওয়া কনফারমেশন অর্ডারের স্ক্যান কপি সিস্টেমে আপলোড করতে হবে। এটা বাধ্যতামূলক।
২। আবেদনেয় সংশোধন করুন
পুরনো আবেদনে যদি কোথাও ভুল থাকে—যেমন ঠিকানা, বিষয়, বিদ্যালয়ের নাম ইত্যাদি—তা এখন ঠিক করে নেওয়ার সুযোগ রয়েছে।
৩। আবেদন চূড়ান্তভাবে জমা দিন
সব তথ্য ঠিকঠাক যাচাই করে ও প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করার পর ‘Final Submit’ করে দিন।

কেন বন্ধ ছিল এই প্রক্রিয়া

গত কয়েক মাস ধরে উৎসশ্রী পোর্টালে একাধিক প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছিল। যার ফলে হাজার হাজার শিক্ষক আবেদন করেও সঠিক কোনো সিদ্বান্ত পাচ্ছিলেন না। অনেকেই দিনের পর দিন অপেক্ষা করে হতাশায় ভুগছিলেন। তবে এবার পর্ষদের পক্ষ থেকে সঠিক পদক্ষেপ নেওয়া হয়েছে। আগের সেই সমস্যাগুলো কাটিয়ে আবারও প্রক্রিয়া চালু হয়েছে, যা শিক্ষকদের জন্য নিঃসন্দেহে বড় ভালো খবর।

এই উদ্যোগের ভালো দিকগুলো কী কী

উৎসশ্রী পোর্টালে শিক্ষকরা এবার নিজেদের বাড়ির কাছাকাছি স্কুলে বদলি হতে পারবেন। ফলে পরিবার থেকে দূরে থাকতে হবে না।

১। দূরে পোস্টিংয়ের মানসিক চাপ অনেকটাই কমে যাবে, ফলে কাজের প্রতি মনোযোগ বাড়বে।

২। শিক্ষকরা যখন স্বস্তিতে থাকবেন, তখন তাঁদের পড়ানোর মানও উন্নত হবে।

৩। আর সোজাসুজি লাভবান হবে ছাত্রছাত্রীরা—ভালো শিক্ষক, ভালো পড়াশোনা!

FAQ (সচরাচর প্রশ্ন)

উৎসশ্রী পোর্টালে ট্রান্সফার আবেদন কখন থেকে শুরু হয়েছে?

২৩শে জুলাই ২০২৫ থেকে পুনরায় আবেদন চালু হয়েছে।

কাদের জন্য এই আবেদন প্রক্রিয়া?

শুধুমাত্র প্রাথমিক শিক্ষক-শিক্ষিকাদের জন্য, যাঁরা মিউচুয়াল ট্রান্সফার করতে চান।

কী কী নথি লাগবে?

ডিপিএসসি থেকে প্রাপ্ত কনফারমেশন অর্ডারের কপি, সংশোধিত আবেদনপত্র।

কোথা থেকে আবেদন করতে হবে?

সরকারি উৎসশ্রী পোর্টাল (utshashree.gov.in) থেকে।

চাকরির খবরেরJoin Now
সরকারি যোজনাJoin Now
সরকারি খবরJoin Now