WB Health Recruitment 2025-এ 1227 ডাক্তার নিয়োগ করতে চলছে রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর। বেতন 56,100 টাকা। যোগ্যতা, বয়স, আবেদন প্রক্রিয়া ও তারিখ জেনে নিন একসাথে। পশ্চিমবঙ্গের চিকিৎসকদের জন্য বড় খবর রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর এবার WB Health Department Recruitment 2025-এর মাধ্যমে 1227 জন জেনারেল ডিউটি মেডিকেল অফিসার (GDMO) নিয়োগ করছে।যারা আবেদন করতে চান, তাদের জন্য সুখবর—আবেদন শুরু হবে 13 আগস্ট 2025 থেকে, আর শেষ হবে 30 সেপ্টেম্বর 2025।
WB Health Recruitment 2025 কোন কোন পদে নিয়োগ হবে
এবারের নিয়োগে শুধুমাত্র জেনারেল ডিউটি মেডিকেল অফিসার নেওয়া হবে।
1.মোট শূন্যপদ: 1227
2.বেতন: 56,100 + ডিএ, এইচআরএ ও অন্যান্য ভাতা-(সব মিলিয়ে বেতন আরও বাড়বে)
3.বয়সসীমা: সর্বোচ্চ বয়স 36 বছর
4.SC/ST/OBC ও অন্যান্য সংরক্ষিত শ্রেণির ক্ষেত্রে সরকারি নিয়মে ছাড় মিলবে
WB Health Recruitment 2025 আবেদনের জন্য যোগ্যতা
1.আপনার অবশ্যই MBBS ডিগ্রি থাকতে হবে (Indian Medical Council Act, 1956 অনুযায়ী)
2.Medical Council of India বা যেকোনো রাজ্যের State Medical Council-এ রেজিস্ট্রেশন থাকা জরুরি
3.যদি আপনি WB-এর বাইরে নিবন্ধিত হন, যোগদানের ৬ মাসের মধ্যে WB Medical Council-এ রেজিস্ট্রেশন করাতে হবে
WB Health Recruitment 2025 নিয়োগ পদ্ধতি
1.যোগ্যতার ভিত্তিতে প্রাথমিক বাছাই
2.ইন্টারভিউ
3.ডকুমেন্ট ভেরিফিকেশন
(প্রয়োজনে লিখিত পরীক্ষা হতে পারে)
Read More-SBI Clerk 2025: আজ থেকে শুরু আবেদন, ৬৫৮৯ শূন্যপদে নিয়োগ
WB Health 2025 কীভাবে আবেদন করবেন
1.ওয়েবসাইটে যান –hrb.wb.gov.in
2.প্রথমে নতুন রেজিস্ট্রেশন করুন
3.আপনার ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য দিন
4.প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করুন
5.আবেদন ফি জমা দিয়ে সাবমিট করুন
আবেদন ফি–
সাধারণ প্রার্থী: 210
সংরক্ষিত শ্রেণির প্রার্থী: ফ্রি
WB Health 2025 FAQ
কোন পদে নিয়োগ হবে
জেনারেল ডিউটি মেডিকেল অফিসার (GDMO)
বেতন কত হবে
56,100 + ভাতা
সর্বোচ্চ বয়স কত লাগবে
36 বছর, সংরক্ষিত শ্রেণির জন্য ছাড় আছে
আবেদন কোথায় করতে হবে
hrb.wb.gov.in ওয়েবসাইটে অনলাইনে