---Advertisement---

পোস্ট অফিসে কর্মী নিয়োগের 10thপাশ, 40,000 শূন্যপদে।

By IamPalash

Published On:

Follow Us
---Advertisement---

ভারতীয় ডাক বিভাগ এর তরফে পোস্ট অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। যোগ্যতা ন্যুনতম মাধ্যমিক পাশ, প্রাথীরা চাকরির জন্য আবেদন করতে পারবেন। কোনো রকম পরীক্ষা ছাড়াই সরাসরি মেরিট এর ভিত্তিতে কর্মীদের নিযুক্ত করা হবে। ভারতীয় ডাক বিভাগ-ডিপার্টমেন্ট অফ পোস্টস এর তরফে জারি হয়েছে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। এর মধ্য দিয়ে বিভিন্ন পোস্ট অফিসে কর্মী নিয়োগ করা হবে।

পদের নাম :  ১.ব্র্যাঞ্চ পোস্ট মাস্টার (BPM)  ২. অ্যাসিস্ট্যান্ট ব্র্যাঞ্চ পোস্ট মাস্টার (ABPM) . এই দুই ধরনের পদে মূলত কর্মী নিয়গ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা: ন্যুনতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে। উচ্চ শিক্ষিতরা আবেদন করতে পারবেন।

মোট পদ: 40 হাজারের মতো শূন্যপদে পোস্ট অফিসের কর্মী নিয়োগ করা হবে।

প্রার্থীর বয়সসীমা: ন্যুনতম বয়স হতে হবে 18 বছর – সর্বোচ্চ বয়স 40 বছর। SC/ST প্রার্থীদের বয়সে 5 বছরের ছাড় এবং OBC প্রার্থীদের বয়সে 3 বছরের ছাড় দেওয়া হয়েছে।

আরো পড়ুনকৃষক বন্ধু স্টেটাস চেক করার নিয়ম।

মাসিক বেতন: ১. ব্র্যাঞ্চ পোস্ট মাস্টার (BPM) পদের ক্ষেত্রে মাসিক বেতন – 2,000/- টাকা থেকে 29,380/- টাকা
২. সিস্ট্যান্ট ব্র্যাঞ্চ পোস্ট মাস্টার (ABPM) পদের ক্ষেত্রে মাসিক বেতন 10,000/- থেকে 24,470/- টাকা।

আবেদন পদ্ধতি: অনলাইনের আবেদন করতে পারবেন। প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট indiapostgdsonline.gov.in এটিতে ভিজিট করুন। তারপর একটি একাউন্ট তৈরি করে ফ্রমটি করুন।

আরো পড়ুন – জাগো প্রকল্প –5 হাজার টাকা দেওয়ার হবে মহিলাদের | 

প্রয়োজনীয় ডকুমেন্টস

1. বয়সের প্রমাণপত্র জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট।

2. বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট  রেজাল্ট ও সার্টিফিকেট।

3. স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড কিংবা আধার কার্ড।

4. মাধ্যমিক পাশের মার্কশিট এবং সার্টিফিকেট। (অন্যান্য শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট যদি থাকে)
5. রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার।
6. কাস্ট সার্টিফিকেট যদি থাকে।
7. বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি।

আরো পড়ুন – EWS সার্টিফিকেট কী ভাবে আবেদন করবেন