লক্ষ্মীর ভান্ডার (Laxmi Bhandar ) প্রকল্প কী?
পশ্চিমবঙ্গের (West Bengal) মহিলাদের বাড়তি সুবিধা দিতে এবং তাদের সাবলম্বী করে তোলার পথে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেছেন। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মূল উদ্দেশ্য হলো মহিলাদের হাতে অর্থায়নের মাধ্যমে প্রতিটি পরিবারকে আর্থিক দিক থেকে সহায়তা প্রদান করা। অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতিতে আবেদন করতে পারবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য। প্রতিমাসের 10 তারিখের মধ্যে টাকা ঢুকবে। কখনো মাসের শেষ দিকেও দিয়ে দেওয়া হয়।
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পেঅন্তর্ভুক্তির সংখ্যা ।
নতুন বছরের শুরুতেই লক্ষীর ভান্ডার প্রকল্পে মহিলাদের যোগদান আরো বেড়েছে।2023 সালের 17 জানুয়ারী প্রাপ্ত তথ্য অনুযায়ীআরও 7 লক্ষ 82 হাজার 202 জন মহিলা এই প্রকল্পের আওতায় এসেছেন। এর মধ্যে শীর্ষে রয়েছে উত্তর 24 পরগনা জেলা, যেখানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতাধীন মহিলার সংখ্যা 92,501জন। তারপরেই রয়েছে দক্ষিণ 24 পরগনায়, এখানে71,178 জন এই প্রকল্পের ।
লক্ষীর ভান্ডার প্রকল্পের সুবিধা, কারা এই সুবিধা পাবেন?
- পশ্চিমবঙ্গে বসবাসকারীকমবেশী সকল মহিলাই এর সুবিধা পাবেন
- আবেদনকারীর বয়স হতে হবে 25 বছরের বেশি এবং 60 বছরের কম।
- লক্ষ্মী ভান্ডার প্রকল্পের অধীনে, সরকার মাসিক টাকা প্রদান করবে সাধারণ শ্রেণীর পরিবারকে 500 অর্থাতবার্ষিক 6,000 টাকা
- SC/ST পরিবারকে 1,000 টাকা দেবে অর্থাত বার্ষিক 12,000 টাকা
- যে সমস্ত পরিবার এর কাছে কাস্ট সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটের ফটো কপি জমা করা বাধ্যতামূলক
লক্ষীর ভান্ডার প্রকল্প কারা পাবেন না ?
- যারা অন্য কোনও প্রকল্পের সুবিধা পান বা যারা সরকারি চাকরি করেন, যারা ইনকাম ট্যাক্স দেনতারা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন না
- আবেদনকারী পশ্চিমবঙ্গেরস্থায়ী বাসিন্দা না হলে এই প্রকল্পের সুবিধা পাবেন না
আরো পড়ুন – কৃষক বন্ধু স্টেটাস চেক করার নিয়ম।
আবেদনের পদ্ধতি । Laxmi Bhandar Application
লক্ষীর ভান্ডারে অনলাইন এবং অফলাইন দুভাবেই আবেদন করা যায়। প্রথমেই অনলাইনে আবেদন করার পদ্ধতি জেনে নেওয়া যাক-
- https://wb.gov.in/ ওয়েবসাইটে ক্লিক করুন
- ওয়েবসাইট থেকে লক্ষীর ভান্ডার এর ফর্ম ডাউনলোড করা যাবে
- ফরমেট প্রিন্ট আউট নিয়ে সেখানে সমস্ত তথ্য পূরণ করতে হবে
- ছবি এবং উপযুক্ত সার্টিফিকেট সহ সেই ফোনটি সাবমিট করতে হবে
অফলাইনে আবেদন করার পদ্ধতি
পশ্চিমবঙ্গ সরকারের একাধিক প্রকল্পের সুবিধা যাতে মানুষ সরাসরি পেতে পারেন তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রত্যেকটি জেলায় ব্লক এ ব্লক এ দুয়ারে সরকার ক্যাম্প করে থাকেন।
সেই দুয়ারে সরকার ক্যাম্প থেকেই লক্ষীর ভান্ডার প্রকল্পের ফর্ম পাওয়া যাবে।
সেই ফর্ম তুলে তা পূরণ করার পর ছবি এবং বিভিন্ন তথ্য সহ সেই ক্যাম্পেই তার জমা করতে হবে।
সমস্ত তথ্য সঠিকভাবে দেওয়া না থাকলে ফর্ম বাতিল করা হতে পারে।
লক্ষীর ভান্ডার প্রকল্পে প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি লাগবে-
দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে লক্ষীর ভান্ডারের ফর্ম তোলার সঙ্গে সঙ্গেই সেখান থেকে জানিয়ে দেওয়া হবে কি কি সার্টিফিকেট জমা করতে হবে। আপনি চাইলে সরাসরি সেই ক্যাম্পে দাঁড়িয়ে ফর্ম তুলে তা পূরণ করে তখনই জমা করতে পারেন। এর জন্য যে সমস্ত জরুরি ডকুমেন্টস আপনাকে সঙ্গে করে নিতে হবে সেগুলি হল-
- আবেদনকারীর দু কপি ছবি,
- ইনকাম ট্যাক্স সার্টিফিকেট
- আধার কার্ডের জেরক্স কপি
- স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স কপি
- ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ
- রেসিডেন্টস সার্টিফিকেট
- কাস্ট সার্টিফিকেট
- ভোটার কার্ড বা রেশন কার্ডের জেরক্স
আরো পড়ুন – পোস্ট অফিসে কর্মী নিয়োগের 10thপাশ, 40,000 শূন্যপদে।
একনজরে লক্ষ্মীর ভান্ডার সম্পর্কে কিছু তথ্য
স্কিমের নাম | লক্ষ্মীর ভান্ডার |
কোন রাজ্যে এর সুবিধা পাওয়া যায়? | পশ্চিমবঙ্গ |
লক্ষ্মীর ভাণ্ডার কবে চালু হয়? | 2021 সালে |
লক্ষ্মীর ভাণ্ডার কে চালু করেন? | মমতা বন্দ্যোপাধ্যায় |
কত টাকা করে দেওয়া হয়? | জেনারেলদের 500 টাকা SC/ST দের দেওয়া হয় 1000 টাকা |
মাসের কত তারিখে টাকা আসে? | প্রত্যেক মাসের 10 তারিখের মধ্যে বা কখনও মাসের শেষেও পাওয়া যায় |
আবেদনকারীর বয়স | 25 বছরের বেশি হতে হবে |
ওয়েবসাইট | https://wb.gov.in/ |
Laxmi Bhandar Scheme PDF Form Download
Laxmi Bhandar Status Check
প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যান।
ওয়েবসাইটের হোমপেজ খুলবে।
নিবন্ধিত মোবাইল লিখুন। একই নম্বরে একটি ওটিপি পাঠানো হবে। যাচাই করতে OTP লিখুন।