কৃষক বন্ধু স্টেটাস চেক করার নিয়ম। Krishak Bandhu Status Check West Bengal 2022-2023

By IamPalash

Published :

Follow
---Advertisement---

পশ্চিমবঙ্গের কৃষকদের একটি অত্যন্ত জনপ্রিয় আর্থিক সহায়তা প্রকল্প হল কৃষক বন্ধু প্রকল্প।

কী ভাবে আবেদন করবেন-Krishak Bandhu

দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে বা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার এর অফিসের গিয়ে আবেদন করার পরে, আপনাকে কৃষকবন্ধু আবেদনের স্টেটাস চেক করে দেখতে হবে ।

কৃষকবন্ধু স্ট্যাটাস অনলাইনে চেক 

আপনি অফিসিয়াল ওয়েবসাইট, krishakbandhu.net-এর মাধ্যমে অনলাইনে আপনার আবেদনের স্টেটাস এবং  পেমেন্ট চেক করতে পারেন।

কৃষক বন্ধু আবেদন ও পেমেন্ট স্ট্যাটাস চেক করার পদ্ধতি

 

কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করার জন্য বা আইডি নম্বর দেখার জন্য,
  1. প্রথমে, কৃষক বন্ধু প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইটে যান (krishakbandhu.net)
  2. এরপর “নথিভূক্ত কৃষকের তথ্য” অপশনটিতে ক্লিক করুন।
  3. একটি নতুন পেজ আপনার সামনে খুলে যাবে।
  1. এই পেজ টিতে নিজের ভোটার কার্ড নম্বরটি এন্টার করে দিন।
  2. তারপর i’m not a robot  ক্লিক করুন।
  3. তারপর ‘Search’ বাটন টি তে ক্লিক করুন।
  4. আপনার স্ক্রিনের সামনে চলে আসবে।
  • আপনার সামনে অ্যাপ্লিকেশন আইডি, কৃষক বন্ধু আইডি, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চলে আসবে।
  • এখান থেকে আপনার কৃষক বন্ধুর অ্যাপ্লিকেশনের স্টেটাস ও পেমেন্ট স্ট্যাটাস দেখতে পারবেন।
  • পরবর্তীকালে কাজে লাগার জন্য এটি ১ কপি  প্রিন্ট আউট  করে রাখতে পারেন।

 কৃষকবন্ধু আবেদনের পরে কী কী সমস্যা দেখা দিতে পারেন দেখে নিন ।

1. No data found(স্টেটাস) আপনার আবেদনটি এখনও সার্ভারে আপলোড করা হয়নি
2. Approved(স্টেটাস) আপনার আবেদনের স্ট্যাটাস “approve” হয়ে গিয়েছে।
3. Transaction success (স্টেটাস) টাকা আপনার ব্যাঙ্ক একাউন্ট চলে  গিয়েছে।

চাকরির খবরের Join Now
সরকারি যোজনা Join Now
সরকারি খবর Join Now

Leave a Comment