সিভিক ভলেন্টিয়ার আবেদন পদ্ধতি ও মাসিক বেতন।

By Avijit Jui

Published :

Follow
---Advertisement---

পশ্চিমবঙ্গের সিভিক ভিলেন্টিয়ারএর মাসিক বেতন ছিল ২০২৪ সালে এপ্রিল মাস পর্যন্ত সিভিক ভলান্টিয়ারদের মাসিক বেতন ছিল দশ হাজার টাকা। মে মাসে অর্থবর্ষের বাজেট ঘোষণা করার পর পাঁচ হাজার তিনশো টাকা করে বেতন বাড়ানো হয় এবং বোনাসও বাড়ানো হয়। এখন সিভিক ভলেন্টিয়ারের মাসিক বেতন হলো পনেরো হাজার তিনশো টাকা। রাজ্য আগে সিভিক ভলেন্টিয়ারের ১০% সংরক্ষণ ছিল। এখন বেড়ে ২০% করা হয়েছে। সিভিক ভলান্টিয়াররা রাজ্যের বিভিন্ন পুলিশ স্টেশন,রাস্তার ট্রাফিক নয়ন্ত্রন এই গুরুত্বপূর্ণ কাজ গুলি করে থাকেন। আপনিও যদি সিভিক ভলেন্টিয়ার পদে কাজের জন্য এপ্লাই করতে চান তাহলে আর্টিকেলটি মন দিয়ে পড়ুন।

সিভিক ভলেন্টিয়ার মাসিক বেতন । Civic volunteer monthly salary

২০২৪ সালের বাজেট অনুযায়ী, সিভিক ভলান্টিয়ারদের মাসিক বেতন ছিল ১০,০০০ টাকা। এছাড়াও, পুজো বোনাস হিসেবে ৫,৩০০ টাকা করে দেওয়া হয়।এখন সিভিক ভলেন্টিয়ারদেড় মাসিক বেতন পনেরো হাজার তিনশো টাকা এবং ৬০ বছর বয়েসে অবসরকালীন সময়ে তিন লক্ষ টাকা দেওয়া হয়। এ বছর সিভিক ভলান্টিয়ারদের বেতন আরো বাড়তে পারে বলে জানাচ্ছে রাজ্য সরকার।

সিভিক ভলেন্টিয়ার অনলাইনে আবেদন পদ্ধতি । Civic volunteer recruitment 2025

আপনার বয়স যদি ১৮-৪০ বছর (SC/ST/UPPER CASTE-এর জন্য রিলাক্সেশন থাকতে পারে) এর মধ্যে হয় তাহলে আপনি অনলাইন আবেদন করতে পারবেন। আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক পাস (১০ম পাস) এবং আপনার শরীরে কোনো রকম রোগ বা সমস্যা থাকা যাবে না। চোখের দৃষ্টিশক্তি ও সাধারণ ফিটনেস অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আপনি প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট (wbpolice.gov.in)ভিজিট করুন এবং “Recruitment” বা “ভলান্টিয়ার নিয়োগ” সেকশনে ক্লিক করুন। আপনি আপনার পুরো ফর্মটি পরে ভালো করে চেক করুন (নাম, বয়স, শিক্ষাগত যোগ্যতা, জেলা ইত্যাদি) এবং আপনার প্ৰয়োজনীয় ডকুমেন্টগুলি সাবমিট করুন (ফটো, সই, শিক্ষাগত সার্টিফিকেট) সাবমিট করার পর অনলাইন পেমেন্ট (আবেদন ফি সাধারণত ১০০-২০০ টাকা)করে ফর্মটি ফিলাপ করুন।

কি ভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে

প্রথমে আপনাকে লিখতো পরীক্ষা দিতে হবে। যদি আপনি লিখতো পরীক্ষায় পাস করেন আপনার মোবাইল নম্বর বা ইমেইল এর মাধ্যমে আপনাকে জানানো হবে কবে আপনার শারীরিক পরীক্ষা হবে (দৌড়, উচ্চতা, ওজন চেক) শারীরিক পরীক্ষা পাস করলে আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট গুলি চেক করা হবে। অবশেষে ইন্টারভিউর মাধ্যমে আপনাকে সিলেকসেন করা হবে।

সিভিক ভলান্টিয়ার কতবার করে নিয়োগ হয়?

সাধারণত বছরে ১-২ বার সিভিক ভলান্টিয়ার নিয়োগ হয়, তবে এটি শূন্যপদের সংখ্যা এবং জেলাভিত্তিক চাহিদা এর উপর নির্ভর করে।প্রতি বছর সাধারণত মার্চ-এপ্রিল মাসে এবং সেপ্টেম্বর-অক্টোবর মাসে নিয়োগ প্রকাশিত হয়। কখনও কখনও বিশেষ প্রয়োজনে (লোকসভা/বিধানসভা নির্বাচন) অতিরিক্ত নিয়োগ হয়। প্রতি বছর প্রায় ১০,০০০ থেকে ১৫,০০০ শূন্যপদে সিভিক ভলান্টিয়ার নিয়োগ করানো হয় । তবে সংখ্যা জেলার উপর নির্ভর করে পরিবর্তন করা হয়।

চাকরির খবরের Join Now
সরকারি যোজনা Join Now
সরকারি খবর Join Now