পশ্চিমবঙ্গে প্রাণী সম্পদ উন্নয়ন বিভাগে কর্মী নিয়োগ | Animal Resource Development Recruitment

By IamPalash

Published :

Follow
---Advertisement---

Animal Resource Department in West Bengal Recruitment.

পদের নাম

WBPSC এর পক্ষ থেকে “প্রাণী সম্পদ উন্নয়ন বিভাগে” কর্মী

নিয়োগ ভেটেরিনারি অফিসার পদে। 

নোটিশ নম্বর 
04/DDRO/KPG/2023
মোট শূন্যপদ 
SC-31
ST-08
OBC-A (NON CREAMY LAYER) -17
OBC-B (NON CREAMY LAYER) -12
PD UR-13
PD SC- 01
শিক্ষাগত যোগ্যতা 
যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ  করতে হবে।
বয়সসীমা
ঊর্ধ্বসীমা 36 বছর। বয়স গণনা করা হবে 01/01/2022 এর হিসাব অনুযায়ী।
নিয়োগ পদ্ধতি
অনলাইনের মাধ্যমে
বেতন 
প্রতি মাসে 56,100/- টাকা
আবেদন পদ্ধতি:- 1. নিয়োগের অফিসিয়াল অনলাইন আবেদনের লিংকে ক্লিক করুন

2. One Time Registration এর ক্ষেত্রে নিজের যাবতীয় বিভিন্ন তথ্য সঙ্গে রাখবেন।

3. এক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম তথা বাবা এবং মায়ের নাম, জন্ম তারিখ, জেন্ডার সঙ্গে নিজের একটি বৈধ এবং মোবাইল নম্বর এবং ইমেল আইডি অবশ্যই দেবেন রেজিস্ট্রেশন করার সময়।

4. রেজিস্ট্রেশন শেষে একটি এনরোলমেন্ট নম্বর এবং পাসওয়ার্ড পাবেন যেগুলি দিয়ে পুনরায় লগইন করতে হবে।

5. লগইন করে যাবতীয় আরো কিছু তথ্য যেমন শিক্ষাগত যোগ্যতা, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি দিয়ে দেবেন সঙ্গে যাবতীয় কিছু ডকুমেন্ট আপলোড করতে বললে আপলোড করবেন।

6. সবার শেষে যাদের যাদের আবেদন ফি জমা করতে বলবে তাদের ফি জমা করতে হবে এবং সাবমিট বাটনে ক্লিক করে আবেদনের কাজ সম্পন্ন করুন।

প্রয়োজনীয় নথীপত্র:- 1. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট

2. সকল শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট

3. স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড কিংবা আধার কার্ড

4. রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার

5. কাস্ট সার্টিফিকেট যদি থাকে

6. কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে

আবেদন ফি আবেদনের জন্য 210/- টাকা আবেদন ফি বাবদ দিতে হবে। যাইহোক, রিজার্ভ ক্যাটাগরি যেমন SC/ST/PWD প্রার্থীদের কোনো রকম আবেদন ফি জমা দিতে হবে না।

 

গুরুত্বপূর্ণ তথ্য
নোটিশ প্রকাশ 24/01/2022
আবেদন শুরু 25/02/2022
আবেদন শেষ 11/02/2023
✅  অফিসিয়াল ওয়েবসাইট More info
✅ অফিসিয়াল নোটিশ More info
চাকরির খবরের Join Now
সরকারি যোজনা Join Now
সরকারি খবর Join Now