SBI Clerk 2025: আজ থেকে শুরু আবেদন, ৬৫৮৯ শূন্যপদে নিয়োগ

By Sabir Ali

Published :

Follow
SBI Clerk 2025

SBI Clerk 2025-এ বিশাল নিয়োগ আবেদন শুরু ৬ আগস্ট থেকে, চলবে ২৬ আগস্ট পর্যন্ত। দেখে নিন যোগ্যতা, বয়স, ফি আর পরীক্ষার সব কিছুই। আপনি যদি ব্যাঙ্কে চাকরি করতে চান, তাহলে এবার আপনার জন্য দারুণ খবর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) দেশের নানা প্রান্তে ৬৫৮৯টি জুনিয়র অ্যাসোসিয়েট (Clerk) পদে নিয়োগ করতে চলেছে। এই পদের আবেদন শুরু হয়েছে ৬ আগস্ট ২০২৫ থেকে, আর শেষ তারিখ ২৬ আগস্ট

SBI Clerk 2025 যোগ্যতা

1.যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
2.পড়াশোনা শেষ বর্ষে থাকলেও আবেদন করতে পারবেন, তবে ১ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে ডিগ্রি পেতে হবে।
বয়স (১ আগস্ট ২০২৫ অনুযায়ী)
1.২০ থেকে ২৮ বছর বয়সের মধ্যে হতে হবে।
2.সংরক্ষিত প্রার্থীদের জন্য বাড়তি বয়সের ছাড় থাকছে: প্রতিবন্ধী প্রার্থী: ১০ বছর পর্যন্ত
3.এসসি/এসটি: ৫ বছর
4.ওবিসি: ৩ বছর

SBI Clerk 2025 আবেদন ফি

প্রার্থীর ধরনআবেদন ফি
সাধারণ / ওবিসি / ইডব্লিউএস750 টাকা
এসসি / এসটি / PwDকোনও ফি লাগবে না
বেতন46.000

Read More –WBP SI/CONSTABLE 2025: পরীক্ষার তারিখ ঘোষণা দেখুন এখনই

SBI Clerk 2025 কি ভাবে নিয়োগ হবে

SBI Clerk নিয়োগ হবে তিন ধাপে
1.প্রিলিমিনারি পরীক্ষা
a.মোট প্রশ্ন: ১০০
b.সময়: ১ ঘণ্টা
c.ভুল উত্তরের জন্য: ১/৪ নম্বর কাটা যাবে
2.মেইন পরীক্ষা
a.যাঁরা প্রিলিমস পাস করবেন, তাঁরা বসবেন এই পরীক্ষায়
b.ভাষা হবে স্থানীয় ভাষা অনুযায়ী
3.লোকাল ভাষা টেস্ট
a.মেইন পরীক্ষায় পাস করা প্রার্থীদের স্থানীয় ভাষার পরীক্ষাও দিতে হবে

SBI Clerk 2025 কীভাবে আবেদন করবেন

1.SBI-র অফিসিয়াল ওয়েবসাইটে যান: https://sbi.co.in
2.‘Careers’ ট্যাব সিলেক্ট করুন
3‘SBI Clerk Recruitment 2025’ বিজ্ঞপ্তি ক্লিক করুন
4.ফর্ম পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন
5.আবেদন ফি জমা দিয়ে সাবমিট করুন

SBI Clerk 2025 FAQ

SBI Clerk পদে আবেদন করতে কী লাগবে

স্নাতক ডিগ্রি থাকতে হবে।

আবেদন ফি কত

৭৫০ (SC/ST/PwD-দের কোনও ফি লাগবে না)।

বয়স কত হলে আবেদন করা যাবে

২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে (ছাড় প্রযোজ্য)।

আবেদন কবে শেষ

২৬ আগস্ট ২০২৫ পর্যন্ত আবেদন করা যাবে।

চাকরির খবরেরJoin Now
সরকারি যোজনাJoin Now
সরকারি খবরJoin Now