পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) অবশেষে WBPSC Miscellaneous Exam 2023-এর ফাইনাল পরীক্ষার দিন ঘোষণা করেছে। ৩১শে আগস্ট, ২০২৫ (রবিবার) এই পরীক্ষা কলকাতার বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এই রিক্রুটমেন্ট চলছে বিজ্ঞপ্তি নম্বর 11/2023-এর ভিত্তিতে। ।WBPSC Miscellaneous Final Exam ২০২৫ একাধিক চাকরির পথ খুলে দিতে পারে। এখনই সময় প্রস্তুতির গতি বাড়ানোর। প্রতিটি পেপারে ফোকাস করে, রুটিন অনুযায়ী পড়াশোনা করুন, আর আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলুন।WBPSC এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, পুরো পরীক্ষা তিনটি ভাগে বিভক্ত থাকবে। নিচে প্রতিটি পেপারের সময় ও বিষয় দেওয়া হলো
WBPSC Miscellaneous পরীক্ষার সময় (Routine)
১। প্রথম পত্র (Paper I)
সময়: সকাল ৯:৩০-১০:৩০
বিষয়: ইংরেজি (English)
২। দ্বিতীয় পত্র (Paper II)
সময়: সকাল ১১:৩০ – দুপুর ১:০০
বিষয়: বাংলা / হিন্দি / উর্দু / নেপালি / সাঁওতালি (যেকোনো একটি)
৩। তৃতীয় পত্র (Paper III)
সময়: দুপুর ২:৩০ – বিকেল ৫:৩০
বিষয়: সাধারণ জ্ঞান ও অঙ্ক (General Studies & Arithmetic)
Read More- https://wbgovtjob.org/rrb-ntpc-admit-card-2025-download-bn/

Miscellaneous পরীক্ষার স্থান ও অ্যাডমিট কার্ড
১। পরীক্ষা অনুষ্ঠিত হবে কলকাতার বিভিন্ন কেন্দ্রে।
২। কেন্দ্র সংক্রান্ত বিস্তারিত তথ্য অ্যাডমিট কার্ডে থাকবে।
৩। অ্যাডমিট কার্ড জুলাইয়ের শেষ সপ্তাহে WBPSC ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।
৪। WBPSC ওয়েবসাইট-https://psc.wb.gov.in/
FAQ
Q.WBPSC Miscellaneous Final Exam কবে?
A.৩১ আগস্ট ২০২৫, রবিবার।
Q.অ্যাডমিট কার্ড কবে পাওয়া যাবে?
A.জুলাই ২০২৫-এর শেষ সপ্তাহে WBPSC ওয়েবসাইটে।
Q.পেপার কয়টি এবং কত সময়ের?
A.মোট ৩টি পেপার। যথাক্রমে ১.৫ ঘণ্টা, ১.৫ ঘণ্টা ও ২.৫ ঘণ্টা।
Q.পরীক্ষার বিষয় কী কী?
A.ইংরেজি, বাংলা/হিন্দি/উর্দু/নেপালি/সাঁওতালি, ও জেনারেল স্টাডিজ ও অঙ্ক।
Q.কোন ল্যাঙ্গুয়েজে পেপার-II দিতে হবে?
A.আপনি একটিমাত্র ভাষা বেছে নিতে পারবেন—বাংলা, হিন্দি, উর্দু, নেপালি অথবা সাঁওতালি।