---Advertisement---

WBCHSE Notice 2023 | উচ্চমাধ্যমিকের জন্য তৈরি হল নতুন পোর্টাল, জানুন বিস্তারিত

By IamPalash

Updated On:

Follow Us
---Advertisement---
WBCHSE হল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদের সংক্ষিপ্ত রূপ, যা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে উচ্চ মাধ্যমিক (প্রি-ইউনিভার্সিটি বা প্লাস-টু নামেও পরিচিত) শিক্ষা ব্যবস্থার তত্ত্বাবধান ও পরিচালনার জন্য নিয়ন্ত্রক সংস্থা। WBCHSE প্রতি বছর পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক পরীক্ষা (HSE) পরিচালনা করে। WBCHSE কাউন্সিল রাজ্যের উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলির জন্য পাঠ্যক্রম নির্দেশিকা এবং মান নির্ধারণ করে।

West Bengal Council of Higher Secondary Education (WBCHSE) Class 11 & Class 12 রুটিন প্রকাশ করেছে৷
নীচে দেওয়া টেবিলে পরীক্ষার তারিখগুলি দেখতে পারেন ৷


WBCHSE 2023 Exam Routine

Subject Dates
  • Bengali (A)
  • English (A)
  • Hindi (A)
  • Nepali (A)
  • Urdu
  • Santhali
  • Odia
  • Telugu
  • Gujarati
  • Punjabi
14th March 2023
  • English (B)
  • Bengali (B)
  • Hindi (B)
  • Nepali (B)
  • Alternative English
16th March 2023
VOCATIONAL SUBJECTS:

  • Healthcare
  • Automobile
  • Organized Retailing
  • Security
  • IT
  • ITES
  • Electronics
  • Tourism and Hospitality
  • Plumbing
  • Construction
17th March 2023
  • Biological Science
  • Business Studies
  • Political Science
18th March 2023
  • Mathematics
  • Psychology
  • Anthropology
  • Agronomy
  • History
20th March 2023
  • Computer Science
  • Modern Computer Application
  • Environmental Studies
  • Health and Physical Education
  • Music
  • Virtual Arts
21st March 2023
  • Commercial Law and Preliminaries of Auditing
  • Philosophy
  • Sociology
22nd March 2023
  • Physics
  • Nutrition
  • Education
  • Accountancy
23rd March 2023
  • Economics
24th March 2023
  • Chemistry
  • Journalism and Mass Communication
  • Sanskrit
  • Persian
  • Arabic
  • French
25th March 2023
  • Statistics
  • Geography
  • Costing and Taxation
  • Home Management and Family Resource Management
27th March 2023

West Bengal HS Routine 2023 – Practical Exams

Events Dates
Start of Practical Exams March 31, 2023
End of Practical Exams April 18, 2023

আরো পড়ুন – কৃষক বন্ধু স্টেটাস চেক করার নিয়ম।

WBCHSE / West Bengal  Results 2023
WBCHSE 2023 রেজাল্ট অস্থায়ীভাবে 2023 সালের মে মাসে প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে।
ক্লাস 11 এর রেজাল্ট এবং 1(2th) HS রেজাল্ট উভয়ই WB এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ঘোষণা করা হবে
ফলাফলের সঠিক তারিখ জানতে প্রার্থীদের WBCHSE অফিসিয়াল ওয়েবসাইট চেক করতে হবে।
অফিসিয়াল ওয়েবসাইট – wbchse.wb.gov.in
অফিসিয়াল ওয়েবসাইট (WBCHSE Notice)
এই পোর্টালটির(wbchse.wb.gov.in) মাধ্যমে শুধুমাত্র ছাত্র-ছাত্রী শিক্ষক-শিক্ষিকারাও উভয়ে উপকৃত হবেন।

পোর্টালটিতে কি কি সুবিধা পাবেন দেখে নিন ।

১) যদি কোন স্কুলে নতুন কোন বিষয় পড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়, সে ক্ষেত্রে পোর্টালের মাধ্যমে (WBCHSE Notice 2023) আবেদন করা যাবে।

২) স্কুলে নতুন বিশাল পড়ানোর অনুমতি পাওয়া যাবে এই পোর্টালের মাধ্যমে।

৩) মাধ্যমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিক স্তরে কোন স্কুল উন্নত হতে চাইলে, আবেদন করা যাবে এই পোর্টালের মাধ্যমে।

৪) স্কুলে প্রতিবছর অনুমোদন পুনর্নবীকরণের জন্য আবেদন করতে হয়। এই পোর্টালের মাধ্যমে সেটিও করা সম্ভব হবে।

৫) উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য নির্দিষ্ট সময় ছাত্রছাত্রীদের নাম রেজিস্ট্রেশন করাতে হয় (WBCHSE Notice 2022)।
সেটিও এবার করা যাবে নতুন পোর্টালের মাধ্যমেই। এছাড়া এনরোলমেন্টের জন্যও আবেদন করতে হবে এখান থেকেই।

৬) কোনো ছাত্রছাত্রী রাজ্যের বোর্ড ছেড়ে অন্য কোনও বোর্ডে পড়াশোনা করতে চান, এক্ষেত্রে আবেদন করা যাবে এই পোর্টালের মাধ্যমে।

আরো পড়ুন – EWS সার্টিফিকেট কী ভাবে আবেদন করবেন 

People also ask

How can I check my WB Class 12 result?