West Bengal Council of Higher Secondary Education (WBCHSE) Class 11 & Class 12 রুটিন প্রকাশ করেছে৷
নীচে দেওয়া টেবিলে পরীক্ষার তারিখগুলি দেখতে পারেন ৷
WBCHSE 2023 Exam Routine
Subject | Dates |
|
14th March 2023 |
|
16th March 2023 |
VOCATIONAL SUBJECTS:
|
17th March 2023 |
|
18th March 2023 |
|
20th March 2023 |
|
21st March 2023 |
|
22nd March 2023 |
|
23rd March 2023 |
|
24th March 2023 |
|
25th March 2023 |
|
27th March 2023 |
West Bengal HS Routine 2023 – Practical Exams
Events | Dates |
Start of Practical Exams | March 31, 2023 |
End of Practical Exams | April 18, 2023 |
আরো পড়ুন – কৃষক বন্ধু স্টেটাস চেক করার নিয়ম।
WBCHSE / West Bengal Results 2023
WBCHSE 2023 রেজাল্ট অস্থায়ীভাবে 2023 সালের মে মাসে প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে।
ক্লাস 11 এর রেজাল্ট এবং 1(2th) HS রেজাল্ট উভয়ই WB এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ঘোষণা করা হবে
ফলাফলের সঠিক তারিখ জানতে প্রার্থীদের WBCHSE অফিসিয়াল ওয়েবসাইট চেক করতে হবে।
অফিসিয়াল ওয়েবসাইট – wbchse.wb.gov.in
অফিসিয়াল ওয়েবসাইট (WBCHSE Notice)
এই পোর্টালটির(wbchse.wb.gov.in) মাধ্যমে শুধুমাত্র ছাত্র-ছাত্রী শিক্ষক-শিক্ষিকারাও উভয়ে উপকৃত হবেন।
পোর্টালটিতে কি কি সুবিধা পাবেন দেখে নিন ।
১) যদি কোন স্কুলে নতুন কোন বিষয় পড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়, সে ক্ষেত্রে পোর্টালের মাধ্যমে (WBCHSE Notice 2023) আবেদন করা যাবে।
২) স্কুলে নতুন বিশাল পড়ানোর অনুমতি পাওয়া যাবে এই পোর্টালের মাধ্যমে।
৩) মাধ্যমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিক স্তরে কোন স্কুল উন্নত হতে চাইলে, আবেদন করা যাবে এই পোর্টালের মাধ্যমে।
৪) স্কুলে প্রতিবছর অনুমোদন পুনর্নবীকরণের জন্য আবেদন করতে হয়। এই পোর্টালের মাধ্যমে সেটিও করা সম্ভব হবে।
৫) উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য নির্দিষ্ট সময় ছাত্রছাত্রীদের নাম রেজিস্ট্রেশন করাতে হয় (WBCHSE Notice 2022)।
সেটিও এবার করা যাবে নতুন পোর্টালের মাধ্যমেই। এছাড়া এনরোলমেন্টের জন্যও আবেদন করতে হবে এখান থেকেই।
৬) কোনো ছাত্রছাত্রী রাজ্যের বোর্ড ছেড়ে অন্য কোনও বোর্ডে পড়াশোনা করতে চান, এক্ষেত্রে আবেদন করা যাবে এই পোর্টালের মাধ্যমে।
আরো পড়ুন – EWS সার্টিফিকেট কী ভাবে আবেদন করবেন
People also ask