---Advertisement---

জাগো প্রকল্প –5 হাজার টাকা দেওয়ার হবে মহিলাদের | Jago Prokolpo Full Details Online Apply 

By IamPalash

Published On:

Follow Us
---Advertisement---
মাননীয়া মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের নারীদের আত্মনির্ভরশীল করে তোলার জন্য , মহিলাদের জন্য অনেকগুলো প্রকল্প নিয়ে এসেছে এর মধ্যে “জাগো প্রকল্প(Jago Prokolpo)” হল একটি অন্যতম প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে পেতে পারেন 5000 টাকা পর্যন্ত। এই রাজ্যে বেকারত্ব হল একটা বড় সমস্যা, ফলে রাজ্যের চাকরীর চাহিদাও অনেক বেশি এই সমস্যা থেকে মেয়েদের স্বাবলম্বী করার উদ্দেশ্যে “জাগো প্রকল্পের(Jago Prokolpo)” ভাবনা রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কী ভাবে আয় করবেন বিস্তারিত পড়ুন।

জাগো প্রকল্প কী। Jaago Prokolpo details

জাগো প্রকল্প পশ্চিমবঙ্গ স্বনির্ভর গোষ্ঠী ও আত্মকর্মসংস্থান দপ্তরের অন্তর্গত একটি প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রতিস্তরের স্বনির্ভর গোষ্ঠীকে বছরে ৫,০০০ টাকা করে দেওয়া হয়। এর মূল উদ্দ্যেশ্য হল আরও বেশী স্বনির্ভর গোষ্ঠী গড়ে তোলা , স্বনির্ভর গোষ্ঠীগুলোর কাজে কমে  আরও বেশি বেশি উৎসাহ প্রদান করা।বর্তমানে রাজ্যের প্রায় ১০ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের এই প্রকল্পের আওতায় নিয়ে আসার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে।

আরো পড়ুন – EWS সার্টিফিকেট কী ভাবে আবেদন করবেন 

জাগো প্রকল্পের সুবিধা

যোগ্য নথিভুক্ত স্বনির্ভর গোষ্ঠীকে বার্ষিক ৫,০০০ টাকা অনুদান দেওয়া হবেকোনও আবেদন করতে হবে না।
অনুদানের অবস্থা জানার জন্য ৭৭৭৩০০৩০০৩ নম্বরে মিসড কল করুন বা ‘JAAGO’ লিখে মেসেজ করুন

জাগো প্রকল্প আবেদন করার নিয়ম  ?

এই প্রকল্পে অনলাইন বা অফলাইন কোনোভাবে আবেদনের দরকার নেই। স্বনির্ভর গোষ্ঠীগুলো সরাসরি জাগো প্রকল্পের টাকা পেয়ে যাবেন। এখনও পর্যন্ত দেশের মোট প্রায় ৯ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীকে এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

জাগো প্রকল্প সম্পর্কিত কোনো রকম জিজ্ঞাসা থাকলে সরাসরি প্রকল্পটির অফিসিয়াল হেল্পলাইন নম্বরে ফোন করে জেনে নেবেন। অফিসিয়াল হেল্পলাইন নম্বর – 7773003003.

আরো পড়ুন – কৃষক বন্ধু স্টেটাস চেক করার নিয়ম। Krishak Bandhu Status Check West Bengal 2023


১.  প্রথম থেকেই আপনাকে “SHG” বা স্বনির্ভর গোষ্ঠী গ্রুপের সদস্য হয়ে থাকতে হবে।
২. স্বনির্ভর গোষ্ঠীর বয়স ১ বছর হতে হবে।
৩.গোষ্ঠীটির অ্যাকাউন্ট ৬ মাসের পুরানো হতে হবে।
৪.যে সকল স্বনির্ভর গোষ্ঠী ক্যাশ ক্রেডিট লিমিট গ্রহণ করেছে বা শর্তসাপেক্ষ লোন নিয়ে থাকতে হবে।
৫. অ্যাকাউন্টে নূন্যতম ৫,০০০ টাকা ব্যালেন্স থাকতে হবে।

জাগো প্রকল্পর অনলাইন আবেদন করার নিয়ম। 

প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে shgsewb.gov.in  আপনাকে নিজের নাম নথিভুক্ত করতে হবে। অনলাইনের মাধ্যমে আপনি jaago prokolpo online apply বা registration করতে পারবেন নিজে নিজেই।

জাগো প্রকল্পর FAQ । Jago Prokolpo FAQ 

Jago Prokolpo Helpline Number?

Ans :-7773003003

Jago Prokolpo Official Website
Ans :- shgsewb.gov.in
How To Jago prokolpo registration

অফিসিয়াল ওয়েবসাইটে (shgsewb.gov.in ) গেলেই ডান দিকে দেখতে পাবেন  Registration করার অপশন। মোবাইল থেকে Registration করেন তাহলে আপনি Menu অপশন এ গিয়ে ক্লিক করলে, তার পরে আপনাকে দেখিয়ে দেবে এই Registration অপশনটি।