প্রতি বছরের মতো এই বছরেও পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পরিষদ (WBBSE Madhyamik 2026 Routine) ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন (Routine) প্রকাশিত করেছেন। বছরের শুরুতে অর্থাৎ ফেব্রুয়ারী প্রথম সপ্তহে মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই বৎসর পরীক্ষার তারিখ আগিয়ে আনা হয়েছে, পরীক্ষা শুরু ২ ফেব্রুয়ারি ও শেষ ১২ ফেব্রুয়ারি। পরীক্ষার্থীদের সুবিধার্থে নিচে পরীক্ষার বিস্তারিত সময়সূচি, গুরুত্বপূর্ণ তথ্য এবং PDF Download লিঙ্ক দেওয়া হলো।
WBBSE Madhyamik 2026 পরীক্ষার সময় সূচি (Time Table)
2nd February তে। 10:45 থেকে পরীক্ষাটি শুরু হবে। শেষ হবে দুপুর 2: 00 টো তে। পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ (WBBSE) -এর তথ্য অনুযায়ী প্রত্যেকটি পরীক্ষার্থীকে নির্দিষ্ট সময় সূচির 30 মিনিট আগে,পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হবে।
সময় সকাল 10:45 – দুপুর ২:০০ পর্যপ্ত। পরীক্ষাটি ৩ ঘন্টা ধরা চলবে। পরীক্ষার্থী কে ১৫ মিনিট আগে প্রশ্নপত্র দেওয়া হবে।
WBBSE Madhyamik 2026 গুরুত্বপূর্ণ তথ্য
- Admit Card ও Registration Card পরীক্ষার্থীদের অবশ্যই সঙ্গে রাখতে হবে।
- Transparent Board সঙ্গে আনতে হবে।
- Pen (কালো ও নীল) – দু’ধরনের কলম নিয়ে আসা বাধ্যতামূলক।
- Pencil ও জ্যামিতি বক্স সঙ্গে আনতে হবে (বিশেষত আঁকার পরীক্ষার জন্য প্রযোজ্য)।

অতিরিক্ত গুরুত্বপূর্ণ বিষয়
- আডমিট কার্ড: স্কুলের মাধ্যমে ১০ জানুয়ারি ২০২৬ থেকে বিতরণ শুরু হবে।
- প্রবেশপত্র যাচাই: নাম, বিষয়, রোল নম্বর অবশ্যই মিলিয়ে নিন।
- পরীক্ষা ধরন: পেন-পেপার ভিত্তিক।
WBBSE Madhyamik 2026 Routine
তারিখ | বিষয় |
---|---|
০২ ফেব্রুয়ারি | প্রথম ভাষা (বাংলা, ইংরেজি, নেপালি, উর্দু ইত্যাদি) |
০৩ ফেব্রুয়ারি | দ্বিতীয় ভাষা |
০৬ ফেব্রুয়ারি | ইতিহাস |
০৭ ফেব্রুয়ারি | ভূগোল |
০৯ ফেব্রুয়ারি | গণিত |
১০ ফেব্রুয়ারি | ভৌতবিজ্ঞান |
১১ ফেব্রুয়ারি | জীবনবিজ্ঞান |
১২ ফেব্রুয়ারি | ঐচ্ছিক বিষয় |